অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধানো। যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাত প্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেখান কার অনুচক্রিকা গুলো সক্রিয় হয়ে প্রোথ্রম্বিন নামক পদার্থ প্লাজমা প্রোটিনকে সক্রিন থ্রম্বিন নাম এনজাইমে পরিণত করে যা ফাইব্রিনোজেন নামক গ্লাইকোপ্রোটিনকে ফাইব্রিনে পরিণত করে। এরা পরষ্পর যুক্ত হয়ে ফাইব্রিন জালক সৃষ্টি করে। ফাইব্রিন জালক ক্ষতস্থানে জড়ো হয়ে থাকা অনুচক্রিকার চারপাশে জমা হয়ে প্লাগ বা ছিপি নিমার্ণ করে রক্তজমাট বাঁধায়।