লোয়ি ও সিকেভিজের মতে"কোষ হল জৈবিক ক্রিয়াকলাপের একক যা অর্ধভেদ্য
পর্দা দ্বারা পরিবেশিত থাকে এবং যা অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই আত্ম প্রজননে সক্ষম"
আবার ডি রবার্টিজ এর মতে "কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক"
অর্থাৎ কোষ হল এমন একটি সত্তা যা কালের পরিক্রমায় অভিযোজিত হতে পারে সু নিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে চারপাশের যেকোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে।
সহজ ভাষায় বলতে গেলে জীবের গঠন ও কার্যকারী একককে কোষ বলে।