দুটি ব্লাক হোলস এর ধাক্কা লেগেছে এমন কোন প্রমান এখনও নেই, কিন্তু এটা অস্বাভাবিক কিছু নয়। এখন পর্যন্ত দুটি ব্লাক হোলস বিপজ্জনক ভাবে ঘুড়তে ঘুড়তে পরস্পরের খুব কাছ দিয়ে যাচ্ছে। যখন দুজনের গ্রাভিটেশনাল আকর্ষন পরস্পরের উপর পড়বে তখনই সৃষ্টি হবে খুবই হিংস্র একটা ধাক্কা!
যে ধাক্কার ফলে দুটি ব্লাক হোলস মিলেমিশে এক হয়ে যাবে এবং প্রচুর শক্তি সৃষ্টি করবে এবং বিশাল বিশাল তরঙ্গ পাঠানো শুরু করবে। এ তরঙ্গগুলোকে বলা হয় মহাকর্ষীয় তরঙ্গ যা হিউজ যন্ত্রের মাধ্যমে শনাক্ত করা যায়। এমন কিছু কিছু যন্ত্র এখনও তৈরি করা হচ্ছে। যখন এমন মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করা হবে তখন অবশ্যই জানতে পারবে।