ফ্রেডরিখ ভোলার ( Friedrich Wohler )ঃ জৈব রসায়নের জনক *
** জৈব রসায়নের জনক ফ্রেডরিখ ভোলার ১৮০০ সালের ৩০ জুলাই জার্মানিতে জন্মগ্রহণ করেন । ফ্রেডরিখ ভোলার সবচেয়ে বেশি পরিচিত ইউরিয়া সংশ্লেষণের জন্য । তিনি ১৮২৮ সালে আকস্মিকভাবে একটি কাণ্ড ঘটান । কোনো জীবিত কোষের সাহায্য ছাড়াই আমোনিয়াম সায়ানেট নামক একটি অজৈব যৌগ থেকে ইউরিয়া সংশ্লেষণ করে ফেলেন । এর মাধ্যমে শতাব্দীকাল ধরে প্রচলিত “ প্রাণশক্তি মতবাদ ” এর অবসান ঘটান । তখন থেকেই আধুনিক জৈব রসায়নের অগ্রযাত্রা শুরু হয় । এই বিক্রিয়া রসায়ন শাস্ত্রে একটি নতুন যুগের সূচনা করে । এটি প্রমাণ করে যে অজৈব পদার্থ থেকে জৈব যৌগ সংশ্লেষণ করা সম্ভব । - ফ্রেডরিখ ভোলার বেরিলিয়াম , সিলিকন এবং সিলিকন নাইট্রাইডের সহ - আবিষ্কারক । এছাড়া তিনি অন্যদের সাথে যৌথভাবে ক্যালসিয়াম কার্বাইড সংশ্লেষণ করেন । ১৮৩৪ সালে ভোলার এবং বিজ্ঞানী লাইবিগ বাদাম তেলের উপর এক গবেষণাকর্ম প্রকাশ করেন । তারা প্রমাণ করেন কার্বন , হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর সমন্বয়ে গঠিত গ্রুপ একটি মৌলিক উপাদানের ন্যায় আচরণ করে , কোনো উপাদানের স্থান পরিগ্রহণ করে এবং রাসায়নিক যৌগ হতে কোন উপাদানের সাথে বিনিময়যোগ্য হতে পারে । এর ফলে " যৌগমূলক " -এর ভিত্তি প্রতিষ্ঠিত হয় যা রসায়নের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখে । ১৮২৭ সালে তিনি অ্যালুমিনিয়াম মৌলটি আবিষ্কার করেন । তিনি ইট্রিয়াম , বেরিলিয়াম এবং টাইটানিয়াম মৌলগুলোকেও পৃথক করতে সক্ষম হন । ১৮৮২ সালের ২৩ সেপ্টেম্বর মহান এই বিজ্ঞানী মৃত্যুবরণ করেন ।