মশা কামড়ালে কেন চুলকাই? আর চুলকানি হলে করবেন'ই বা কী???
লেখা: মোঃ তানভীর ইশরাক
বর্তমানে এমন একটা অবস্থা যেন আমরাই মশার রাজ্যে বাস করি। সূর্য অস্ত গেলে শুরু হয় এদের অভিজান এবং তা চলতে থাকে সূর্যদয় পর্যন্ত। আমরা কি জানি মশা কামড়ালে কেন চুলকাই? কখনও মনে হয়নি এর পেছনে বিজ্ঞান কী? আসুন ব্যাখা করা যাক।
প্রথমে, একটি স্ত্রী প্রজাতির মশা আমাদের ত্বকে বসার পর ক্যাপিলারি বেড খুঁজে বের করে। ক্যাপিলারি বেড হলো কৈশিক রক্তনালীর নেটওয়ার্ক যার মাধ্যমে শিরা ও ধমনীতে রক্ত প্রবাহিত হয়। এগুলো ত্বকের নিচেই অবস্থান করে।
প্রতিবার কামড়ের পর মশা ত্বকের নিচে তার স্যালাইভা রেখে আসে। মশার স্যালাইভায় অ্যান্টিকোগিউলেন্ট উপাদান থাকে, যা রক্ত জমাট বাধতে দেয় না। ফলে মশা সহজেই রক্ত শুষতে পারে। এই স্যালাইভায় থাকে প্রোটিন। যার ত্বকে'ই এই স্যালাইভা জমা পড়ে তার দেহ একে আগন্তুক উপাদান হিসেবে গ্রহণ করে। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় ইমিউন সিস্টেমে । ফলে কামড়ের স্থানে চুলকানির উদ্রেক ঘটে এবং কিছুটা লালচে হয়ে ফুলে যায়।
অধিকাংশ মশার কামড়ে এমন চুলকানি হলেও কিছু মশা ভয়ানক অ্যালার্জি ছড়াতে পারে। এমনকি রোগের জীবাণুও ঢুকিয়ে দিতে পারে দেহে।
মশার কামড়ে আসলে কি ঘটে?
মশা তার শুঁড়টাকে ব্যবহার করে মানুষের বহিঃত্বক ভেদ করে। এটি ভেতরে ঢুকে রক্ত চলাচল নালী খুঁজে নেয়। মশার স্যালাইভায় এমন এক উপাদান রয়েছে যা রক্ত জমাট বাঁধতে দেয় না। ফলে তরল রক্ত পান করতে থাকে মশা।
চুলকানি কেন হয়? ফুলে কেন যায়?
স্যালাইভায় থাকা প্রোটিন তথা আগন্তুক উপাদানের বিরুদ্ধে লড়তে মানুষের দেহের ইমিউন সিস্টেম এক ধরনের রাসায়নিক উপাদান নিঃসৃত করে নাম হিস্টামিন। এটি রক্ত চলাচলে যে নালীকে কামড় দেয় তার চারদিকটা বড় করে দেয়। যার ফলে ত্বকের ওই অংশটি ফুলে যায়।
হিস্টামিন দেহের স্নায়ুকে উত্তেজিত করে। ফলে চুলকানির সৃষ্টি হয়। মশার কামড়ে স্রেফ চুলকানি ছাড়াও যদি অন্য কোনো সমস্যা ঘটে তবে তা সাধারণত ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ পায়।
কী করবেন মশা কামড়ালে?
কামড়ের ফলে ফোলা স্থান কোন চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায়। তাছাড়াও যদি জ্বর, মাথাব্যথা, ত্বকে আরো র‍্যাশ ওঠা, অবসাদ, কণ্ঠনালী ফুলে ওঠা, শ্বাস-প্রশ্বাসে সমস্যা হওয়া, ত্বকের কিছু অংশ রক্তবর্ণ হয়ে ওঠা, কামড়ের চারদিকে র‍্যাশ ওঠা, বড় অংশজুড়ে চুলকানি হওয়া ইত্যাদি ঘটলেই সাবধান হতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসকের কাছে অবশ্যই যাবার পরামর্শ থাকবে!
ধন্যবাদ সকলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্যে! ভালো থাকবেন সবাই!