আলো কি পদার্থ কিনা সেটাই আজ পর্যন্ত sure না সেখানে এর রূপের প্রশ্ন কিছুটা অমূলক।
আলো সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। এর মধ্যে কনাতত্ত আর তরঙ্গতত্ত বহুল প্রচলিত। যদি কনাতত্ব ধরা হয়, তবে বলতে হয়, এটা ক্লাসিক্যাল ফিজিক্স এর অংশ না যে পদার্থের রূপ এ ক্লাসিফাই করা যাবে, এটা পদার্থবিদ্যার কোয়ান্টাম মেকানিক্স এর অংশ। এটা ফোটন দ্বারা তৈরী যা আলোর একক।