তাহলে আমার আরেকটা প্রশ্ন আছে। আমরা জানি প্রতিটি বৃক্কে ১০-১২ লক্ষ নেফ্রন আছে(নবম-দশম শ্রেণির বই অনুযায়ী)।আর এখানে পাওয়া উত্তর অনুযায়ী, একটা বৃক্কে যতগুলো ইউরেনিফেরাস নালিকা থাকে ঠিক ততগুলা সংগ্রাহী নালিকা থাকে।আর আমরা এটাও জানি একটা সংগ্রাহী নালিকার সাথে ৬টি করে নেফ্রন যুক্ত থাকে।তাহলে যদি ১০ লক্ষ ই সংগ্রাহী নালিকা ১ টি বৃক্কে থাকে তাহলে হিসাব করলে একটা বৃক্কে নেফ্রনের সংখ্যা হয় ৬০ লক্ষ যা প্রকৃত মানের সাথে সামঞ্জস্য নয় বা এখানে পাওয়া উত্তরে নেফ্রনের সংখ্যার সাথেও মিল নাই।আবার নেপ্রনের সংখ্যা যদি ২০ লক্ষ ই ধরি তাহলে হিসাব করলে ইউরেনিফেরাস নালিকার সংখ্যা পাওয়া যায় প্রায় ৩.৫ লক্ষ।
তাহলে কীভাবে একটা বৃক্কে ইউরেনিফেরাস নালিকার সংখ্যা ১০ লক্ষ হয়?
আশা করি সঠিক উত্তর পাবো।
কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো শুধরে দিবেন।