না, কোনো ভিত্তি নেই। কোনো খাবার চিবিয়ে খাওয়া বা না খাওয়ার সাথে পুষ্টিগুণ পাওয়া বা না পাওয়ার কোনো সম্পর্ক নেই। কেননা পুষ্টি গৃহিত হয় আন্ত্রিক অঙ্গ সমূহে। আর কোনো খাদ্য খাওয়া হলে তা পাকস্থলীতেই বেশ ভালোভাবে ভেঙ্গে যায়, তা আপনি চিবিয়ে খান বা না চিবিয়ে..