প্রতিশব্দ :- ফস্ফোরিক এসিড, অর্থ ফসফোরিক এসিড, এসিড ফসফেরিক ।
বর্ণনা :- ইহা একপ্রকার স্বাদযুক্ত এসিড কিন্তু বর্ণ ও গন্ধহীন তরল পদার্থ । আপেক্ষিক গুরুত্ব ১.৭১৪ । ইহা হাড় হইতে নিষ্কাশন করিয়া সুরাসার ও জলে সমান অনুপাতে দ্রবনীয় ।
ঊৎস ও প্রস্তুত প্রণালী :- ফসফোরাস ও অক্সিজেন সহযোগে প্রস্তুত ইহা একপ্রকার অম্ল । ৯০ ভাগ পরিশ্রুত জলে ১ ভাগ আসল এসিড দ্রব করিয়া উহার ১০ ভাগ, ৯০ ভাগ এলকোহলে মিশাইলে ২x শক্তি প্রস্তুত হয় ।
প্রুভার :- এগারজন প্রুভারসহ মহত্না হ্যানিম্যান এই ঔষধটি প্রুভ করেন ।
ক্রিয়াস্থান :- স্নায়ুমন্ডলী, অন্ত্রগ্রন্থি, অস্থি ও চর্মের উপর এই ঔষধের বিশেষ ক্রিয়া পরিলক্ষিত হয় ।
মানসিক লক্ষণ :-
রোগী অমনোযোগী, স্মৃতি শক্তিহীন এবং নিরুদ্যম ।
উদাসীন ও অনাসক্ত, মনোভাবগুলি একত্রিত করিতে পারে না, উপযোগী শব্দটি খুজিয়া পায় না ।
শোক ও মানসিক আবেগের কুফল ।
তাহার চুতুর্দিকে যাহা ঘটুক সেদিকে কোন খেয়াল না থাকেনা ।
প্রেমে ব্যর্থ, শোক, দুঃখ বা আত্নীয় স্বজন হইতে দুরে থাকার কারনে স্নায়ুবিক দুর্বলতা ।
চরিত্রগত লক্ষণ :-
১. স্থির প্রলাপ, শিরঃপীড়া, মাথার উপরিভাগে বেদনা । চক্ষুতে চাপ বোধ, কর্ণে ভোঁ ভোঁ শব্দ ।
২. নাসিকা হইতে কাল বর্ণের রক্ত স্রাব ও ক্ষত মাড়ি ক্ষত ।
৩. অল্প বয়সে চুলপাকে ও চুল পড়িয়া যায় ।
৪.শরীরেক ও মানসিক দুর্বলতা ।
৫. নিদ্রিতাবস্থায় এবং পস্রাবের কিংবা বাহ্যের জন্য বেগ দিলে শুক্রক্ষরণ-ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা ।
৬. প্রচুর পরিমাণে দুগ্ধের ন্যায় সাদা বর্ণের মূত্রত্যাগ ।
৭. জিহ্বার মধ্যভাগে লালদাগ, দুর্নিবার পিপাসা ।
৮. বেদনাবিহীন উদরাময় ও আসাড়ে ভেদ, উদারাময়ে দুর্বলতার অভাব ।
৯. অতিরিক্ত ইন্দ্রিয় দোষজনিত পীড়া ।
১০. হস্তমৈথুনজনিত যুবকদের ব্রণ, রক্ত স্ফোটক ।
১১. অধিকদিন ধরিয়া সন্তানকে স্তন্য পান করানো । শ্বেতপ্রদর প্রমেহ স্রাব ইত্যাদি কারণবশতঃ দুর্বলতা ।
১২. গাঁড়ে বাতের ন্যায় বেদনা ।
১৩. ফুসফুসের পীড়ায় বুকের ভীষণ দুর্বলতা, ল্যারিনজাইটিস, ব্রঙ্কাইটিস প্রভৃতি পীড়ায় বুকের নিম্নভাগ হইতে কুটকুট করিয়া কাশি হয় । কাশি সন্ধা ও শুইবার পর বৃদ্ধি । গয়ার সকাল বেলায় উঠে, স্বাদ লোনা ।
১৪. হিপজয়েন্ট পীড়া, গ্লান্ডের বেদনা, পায়ের ক্ষত ।
১৫. শরীরে পিপিলিকা চলার ন্যায় সুড়সুড় করে ।
১৬. রোগী অজ্ঞানভাবে পড়িয়া থাকে ,ডাকিলে সাড়া দেয় না কিন্তু যখন জাগে তখন বেশ জ্ঞান থাকে