লগ বলতে লগারিদমকে বোঝান হয়েছে ।
সহজভাবে বললে কোন সাবানের লগ রিডাকশান মান যদি হয় ১ । তার মানে সে ১০ শতাংশ জীবাণুর কলোনি তৈরি ইউনিটকে ( Colony forming unit) মারতে সক্ষম হয়নি অর্থাৎ তার কার্যক্ষমতা ৯০ শতাংশ ।
আবার কোন সাবান যদি বলে তার লগ রিডাকশান মান হল ২।
তার অর্থ log base 10 (100 ) । সুতরাং এটি ১ শতাংশ জীবাণু মারতে সক্ষম হয়নি , অর্থাৎ এর কার্যক্ষমতা ৯৯ শতাংশ ।
এভাবে লগ রিডাকশান মান এক এক করে বাড়লে , তার কার্যক্ষমতার মানের সঙ্গে একটি করে ৯ যুক্ত হবে ।