অবশ্যই প্লান্টি।জীবজগৎ কে যে পাঁচটি রাজ্যে বিভক্ত করা হয়েছে সেগুলো হলো ১।মনেরা ২।প্রোটিস্টা ৩।ফানজাই ৪।প্লান্টি ৫।অ্যানিমেলিয়া।এর মধ্যে ক্রমানুসারে একটা রাজ্য থেকে আরেকটা বেশি উন্নত।যেমন - মনেরা থেকে প্রোটিস্টা বেশি উন্নত। আবার প্রোটিস্টা থেকে ফানজাই বেশি উন্নত। আর মনেরা থেকে প্লান্টি হলে তো কথাই নেই। অবশ্যই প্লান্টি উন্নত।আবার মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত হলো ব্যাকটেরিয়া আর প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত সকল ধরনের উন্নত সবুজ উদ্ভিদ। যেমন - আমগাছ বা বটগাছ ইত্যাদি।তো এভাবেও বোঝা যায় প্লান্টি রাজ্যটিই উন্নত।