যদি ক্যামেরার লেন্স হয় তাহলে বলবো নিজে পরিস্কার করতে যেও না , কারণ ক্যামেরার লেন্স খুলে পরিস্কার করতে হয় , সুতরাং মেকানিকের কাছে যাওয়াই উচিত । আর যদি চশমার, বায়নোকুলারের বা ম্যাগনিফাইং লেন্স হয় তবে কলগেট জাতিও টুথপেস্ট মাখিয়ে কয়েক মিনিট রেখে নরম শুকনো কাপড় দিয়ে চেপে মুছে দেখতে পারো । এছাড়াও ল্যাপটপ মোছার যে লিকুইড লোশন পাওয়া যায় তা দিয়েও চেষ্টা করে দেখতে পারো ।