আলো একটি তাড়িতচৌম্বক তরঙ্গ ।বিজ্ঞানী ম্যাক্সওয়েল তাড়িতচৌম্বক তরঙ্গ নিয়ে গবেষনা করার সময় খেয়াল করেন তার বেগ আলোর বেগের সমান অর্থাৎ 3 ×10^8 m\s।তার পূর্বেই আলোর বেগ আবিষ্কৃত হয়। পরবর্তিতে গবেষনায় প্রমানিত হয় আলো শূন্য মাধ্যেমও ক্রিয়া করে। শূন্য মাধ্যমে শুধুমাএ তাড়িতচৌম্বক তরঙ্গ বিদ্যমান।শুন্যমাধ্যমে gravity থাকলেও আলোর বেগের কোন পরিবর্তন হয় না। তিনি দেখান আলোর বেগ c=(1/rootoverE.u.) যা ল্যামডা ও কম্পাংকের উপর নির্ভর করে না।অন্যদিকে
আলোও অন্য কোন মাধ্যম দ্বারা বিচ্যুত হয় না এবং আলো তাড়িত চৌম্বক তরঙ্গের সাথে ক্রিয়া করে। ম্যাক্সওয়েলের তও্ব অনুসারে তাড়িতচৌম্বক তরঙ্গের বেগ ধ্রুব এবং আলো একটি তাড়িত চৌম্বক তরঙ্গ। আর এ কারণেই আলোর বেগ শুন্য মাধ্যমে ধ্রুব।