ফ্লুরাইড সংক্রমিত ফোরেজ বা উদ্ভিদ খাদ‍্য উৎসের মাধ্যমে মানুষ ফ্লুরাইড সংগ্রহ করে। ইউরেনিয়াম ও অন‍্যান‍্য ধাতু নিষ্কাশন কারখানা, রেফ্রিজারেশনশিল্প, ফসফেট সারশিল্প ও অ‍্যালুমিনিয়াম শিল্প থেকে প্রচুর ফ্লুরাইড যৌগগুলি বাতাসে মেশে। এর ফলে ফ্লুরাইড প্রত‍্যক্ষ ও পরক্ষভাবে মানুষের শরীরের মেশে এবং এর কুপ্রভাব দেখা যায়।