Warman Hasbi-
পাখিদের উড়তে পারার মূল কারণ হচ্ছে তাদের শরীরের বিশেষ কাঠামো, লক্ষ্য করলে দেখবেন বিমান এবং পাখির দেহের কাঠামোর মাঝে মিল আছে।
পাখির ডানাগুলো হয় উপরের দিক থেকে নিচের দিকে বাকানো, ফলে ডানার নিচের দিকে জায়গা বেশি হয়, উড়ার সময় সামনে থেকে যখন বাতাস আসে সেই বাতাস ডানার উপর দিয়ে যাবার সময় হালকা হয়ে যায় কারণ সেটা বাঁকা হয়ে নিচে চলে আসে(ছবিতে খেয়াল করুন), আবার বাতাস ডানার নিচের দিক দিয়ে যাবার সিময় ডানার নিচে বাতাস বেশি এসে প্রেসার তৈরি করে ফলে পাখির শরীর উপরের দিকে উঠে, এভাবে ক্রমাগত উপরের দিকে লিফট পেয়ে পাখি বাতাসে ভেসে থাকে যেমন বিমান ডানার সাহায্য আকাশে উড়ে। পাখির দেহ তুলনামূলক পাতলা হয়, এবং বড় ফুসফুস ও ফাপা হাড় থাকায় পাখি এর মজবুত পেশীর সাহায্যে ডানা ঝাপটিয়ে সহজেই উড়তে পারে, পেশীগুলো বুক থেকে ডানায় সংযুক্ত থাকে।