এ পর্যন্ত ২ জন ব্যক্তি স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
জাঁ পল সার্ত্রে
১৯৬৪ সালে জাঁ পল সার্ত্রে (Jean-Paul Sartre) সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও আনুষ্ঠানিক সম্মানের প্রতি তাঁর অনীহার কারণে তিনি সেই নোবেল পুরস্কার গ্রহণ করেন নি!
লে ডাক থো
নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করা দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন ভিয়েতনামের লে ডাক থো (Le Duc Tho). ১৯৭৪ সালে আমেরিকান কূটনীতিক হেনরি কিসিঞ্জারের সাথে যৌথভাবে ভিয়েতনামে যুদ্ধবিরতির মধ্যস্ততার জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেও শেষ পর্যন্ত তাঁর দেশে শান্তি ফিরে না আসায় তিনি নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন।