সব‌ই বাস্তুতন্ত্রের খেলা।সবাই নিজের কাজ নিজে করলে তো বাস্তুতন্ত্র বেকার হয়ে যেত।
বাস্তুতন্ত্রের মূল কথাই হলো পরিবেশের সকল জীবিত ও জড় পরস্পরের উপর নির্ভরশীল এবং এর মাধ্যমে তাদের কল্যাণ সাধিত হয়।
যেমন: মানুষ যদি নিজেই খাদ্য তৈরি ও অক্সিজেন উৎপাদনে সক্ষম হতো তাহলে আর গাছপালা বলে কিছু পৃথিবীতে কিছু খুঁজে পাওয়া যেত না,সব কেটে কুটে শেষ করে ফেলতো মানুষেরা।
কোকিল পরনির্ভরশীল প্রাণী।বাসা বানানোর দক্ষতা তাদের জীনগত ভাবেই নেই। এমনকি সন্তানের প্রতি যে মাতৃত্ব জেগে উঠার ক্ষেত্রে যে হরমোনটি ভূমিকা রাখে,সেটি কোকিলের মাঝে অনুপস্থিত। কিন্তু প্রকৃতির নিয়মে তাদের ডিম পাড়তে হয়,তাই বাধ্য হয়ে তারা কাকের বাসায় ডিম পাড়ে।কাক কোকিলের বাচ্চা গুলোকে যত্ন করে বড় করে তোলে।