নক্ষত্র বেঁচে থেকে এর কেন্দ্রে থাকা হাইড্রোজেন ফিউশন করে হিলিয়াম তৈরি করার মাধ্যমে।কোনো নক্ষত্রের মধ্যে অসীম জ্বালানি নেই।তাই একসময় কেন্দ্রের সমস্ত হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়ে যায়।তখন আর এর মধ্যে ফিউশন হয়না,তথা শক্তি উৎপন্ন হয় না।তখন এটি লোহিত দানবে এবং সবশেষে শ্বেত বামনে পরিণত হয়।সাধারণত ১.৪ সৌরভর বা তার চেয়ে কম ভরের নক্ষত্রের ক্ষেত্রে এটি ঘটে।
আবার বেশি ভরের নক্ষত্রগুলোতে হিলিয়াম উৎপন্ন হওয়ার পরও যথেষ্ট চাপ ও তাপমাত্রা থাকে হিলিয়ামের মধ্যে ফিউশন ঘটানোর জন্য।এরা ক্রমান্বয়ে কার্বন,অক্সিজেন,নিয়ন,সিলিকন,সালফার,লোহায় পরিণত হতে পারে।লোহা হল পারমাণবিক পদার্থের সবচেয়ে স্থিতিশীল রূপ এবং এটিকে কোনো ভারী উপাদানে পোড়ালে কোনো শক্তি পাওয়া যায় না।
তখন নক্ষত্রটি বিশাল আকৃতির লোহিত দানবে পরিণত হয়।লোহিত দানবটি সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে নিউট্রন তারকা বা ব্ল্যাকহোলে পরিণত হয়ে জীবনকাল শেষ করে।
তথ্যসূত্রঃ নাসা