টনসিল আসলে আমাদের প্রতিরোধ ক্ষমতার অন্তর্ভুক্ত।
যেখানে লিম্ফয়েড টিস্যু থাকে।আমাদের দেহে ৪ জোড়া টনসিল আছে যা একত্রে একটি রিং এর মত হয়ে থাকে। এই রিংকে বলা হয় ওয়েল্ডেয়ার্স রিং।
যে কোন টনসিলের প্রদাহকে বলা হয় টনসিলাইটিস। তবে কমন হল প্যালাটাইন টনসিলের প্রদাহ।
ঘরোয়া চিকিৎসাঃঃ
১.কুসুম গরম পানি দিয়ে খুবই ঘন ঘন গড়গড়া করা। (এটি যত করবেন তত উপকার পাবেন)
২.গরম খাবার যেমন ঃঃচা, কফি, স্যুপ ইত্যাদি খাওয়া।
তবে আপনার সমস্যা যদি বেশি মারাত্মক হয় তাহলে যে কোন একজন ইএন টি স্পেশালিষ্ট এর শরনাপন্ন হোন।