হেপাটাইটিস বি থেকে সংক্রামিত ব্যাক্তির মধ্যে যদি কোন লক্ষণ না ধরা পরে তাহলে হেপাটাইটিস বি সেই ব্যক্তির রক্ত পরিক্ষা করে বোঝা যেতে পারে।
- হেপাটাইটিস বি-র লক্ষণ যদি কোনো ব্যাক্তির মধ্যে ধরা পরে তাহলে শীগ্রহি তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।
- হেপাটাইটিস বি থেকে কোনো মাবুষ সংক্রামিত কিনা সেটা জানতে রক্ত পরিক্ষা করা হয় এবং HBSAG টেস্ট করা হয়। যদি হেপাটাইটিস বি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে lgm টেস্ট করানো হয়, আর যদি ক্রনিক হয় তাহলে lgg টেস্ট করানো হয়।
- ব্যাক্তির লিভারের অবস্থা যদি খারাপ হয় তাহলে Liver Biopsy করানো হয়।
- হেপাটাইটিস বি এর তীব্রতা পরিক্ষা করতে HBSAG টেস্ট করা হয়।
- লিভারের উপর কি প্রভাব পরছে, সেটা জানতে Live function Test লাইব ফান্কশন টেস্ট করা হয়।
- লিভারের অবস্থা যাচাই করতে Ultrasound Scan পেটের সোনোগ্রাফি করা হয়।
- Polymerase Chain Reaction (PCR) টেস্ট রক্তে ভাইরাসের লোড জানতে করা হয়।
আপনি যদি হেপাটাইটিস বি সম্পর্কিত আরও তথ্য এবং চিকিৎসা পেতে চান তবে আজই কোনও বিলম্ব ছাড়া হর্পেটোলজিস্ট চিকিৎসক Hepatologist Doctor এর সাথে যোগাযোগ করুন।