কেউ যদি তার ব্রেন 100% কাজে লাগাই তাহলে কি ঘটবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
539 বার দেখা হয়েছে
করেছেন (520 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (220 পয়েন্ট)
খুব একটা বেশি কিছু হবে না।

কোন একটা ব্যক্তি যদি 100% ব্রেইন ব্যবহার করে, তাহলে তার চিন্তন দক্ষতা অনেকগুন বেড়ে যাবে।

উদাহরণ হিসেবে বলা যেতে পারে, একটা নবজাতক শিশুর সাথে আইনস্টাইনের যতটুকু পার্থক্য, আইনস্টাইনের সাথে ঐ ব্যাক্তির চিন্তন ক্ষমতার পার্থক্য তার থেকে কয়েকগুন বেশি হবে মাত্র।☺ এর বেশি কিছুই হবে না।

Lucy মুভিটা দেখে অনেকের এ ব্যপারে ভুল ধারনা হতে পারে।

পরিশেষে একটা কথাই বলতে চাই, Using 100% of your brain, you will not able to know the 100% of the universe. You can only know a very little part of it.
0 টি ভোট
করেছেন (24,290 পয়েন্ট)
একজন মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল ধরনের দিক-নির্দেশনা, যুক্তি-তর্ক করার ক্ষমতা সকল কিছুরই নিয়ন্ত্রণ ব্রেইনের হাতে। তাই সাধারণ যুক্তি-তর্ক থেকে বলা যায় যে যদি ব্রেইনের মাত্র ১০% ব্যবহার করে তাহলে তাকে তার প্রতিটি কাজ যা সে খুবই দক্ষতা বা পারদর্শীতার সাথে সম্পন্ন করতে সক্ষম তা করতেও বেশ বেগ পেতে হতো। ব্রেইনের দিক-নির্দেশনা ব্যতীত মানব জীবনের বেশ কিছু কর্মকান্ড প্রায় অসম্ভবতুল্য।

এখন আসা যাক নিউরোলজিস্টদের মতবাদে। নিউরোলজিস্টরা
এই তথ্যটিকে পুরোপুরি ভুয়া বলে দাবি করেন। শুধু ভুয়াই না
নিউরোলজিস্ট বেরি গরডন বলেন, আমরা সক্রিয়ভাবে মস্তিষ্কের
প্রতিটি অংশ প্রতি মুহূর্তে ব্যবহার করে থাকি। মস্তিষ্কের এই ১০%
ব্যবহারের মিথ ভাঙ্গতে তিনি প্রমাণস্বরূপ ৬টি প্রস্তাবনা উত্থাপন
করেন।

১। মস্তিষ্কের ক্ষয়-ক্ষতির অধ্যয়ন:
যদি মস্তিষ্কের ১০ শতাংশ সাধারণত ব্যবহৃত হতো, তবে অন্যান্য
অংশের ক্ষতি কর্মক্ষমতাকে বাধাগ্রস্থ করতে পারতো না।
বিপরীতক্রমে, মস্তিষ্কের এমন কোন এলাকা নেই যা সক্ষমতার ক্ষতি
ব্যতীত ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি মস্তিষ্কের ক্ষুদ্রতর অংশের
সামান্য ক্ষতিও গভীর প্রভাব ফেলতে পারে।

২। মস্তিষ্কের স্ক্যান থেকে দেখা গিয়েছে যে কেউ যা-ই করুক না
কেন, মস্তিষ্কের সকল অংশ সবসময়ই সক্রিয় থাকে। কিছু কিছু
অংশ একটি নির্দিষ্ট সময়ে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি
সক্রিয় থাকে। কিন্তু মস্তিষ্কের ক্ষতি ছাড়া, মস্তিষ্কের এমন কোনো
অংশ নেই যা একেবারে কাজ করে না। উন্নতর টেকনোলজি যেমন
পজিট্রন নির্গমন টেমাগ্রাফি (PET) এবং ফাংশনাল চৌম্বকীয়
অনুরণন ইমেজিং (fMRI)এর মাধ্যমে জীবিতবস্থায় মস্তিষ্কের
কার্যকলাপ নিরীক্ষণ করা যায়। এগুলো থেকে দেখা যায় যে, ঘুমের
সময়ও মস্তিষ্কের সমস্ত অংশ কিছু স্তরের কার্যকলাপ দেখা যায়।
শুধুমাত্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্থ মস্তিষ্কের কিছু এলাকা "নীরব"
থাকে।

৩। মস্তিষ্ক অক্সিজেন এবং পুষ্টির ব্যবহারের দিক থেকে শরীরের
বাকি অংশের তুলনায় বেশি ব্যবহার করে থাকে। মানুষের শরীরের
ওজনের মাত্র ২ শতাংশ হওয়া সত্ত্বেও এর শরীরের তৈরি ২০
শতাংশ শক্তির প্রয়োজন হয় যা অন্য যেকোনো অঙ্গের চেয়ে বেশি।
যদি এর ৯০ শতাংশ অপ্রয়োজনীয় হতো, তাহলে ছোট, অধিক দক্ষ
মস্তিষ্কের মানুষের বেঁচে থাকতে সুবিধা হতো। Science Bee

যদি এটি সত্য হতো, তাহলে প্রাকৃতিক নির্বাচনের প্রক্রিয়ায়
অকার্যকর মস্তিষ্কের অংশগুলো বাদ হয়ে যেত। এটা অসম্ভব যে
এত অপ্রয়োজনীয় পদার্থযুক্ত একটি মস্তিষ্ক প্রথম স্থানে বিকশিত
হতো; প্রসবের সময় ঝুঁকির কারণ মানুষের মস্তিষ্কের বড় আকার,
এত বড় মস্তিষ্কের আকারের বিরুদ্ধে একটি শক্তিশালী নির্বাচনের
চাপ অবশ্যই থাকত যদি মাত্র ১০ শতাংশ ব্যবহৃত হতো।

৪। ফাংশনের স্থানীয়করণ:

একক ভর হিসাবে কাজ করার পরিবর্তে, মস্তিষ্কের বিভিন্ন ধরণের
তথ্য প্রক্রিয়াকরণের জন্য আলাদা অঞ্চল রয়েছে। কয়েক দশক
ধরে গবেষণায় মস্তিষ্কের এলাকার ম্যাপিং ফাংশন করার পর
কোনও কার্যক্ষম অঞ্চল পাওয়া যায়নি।

৫।মাইক্রোস্ট্রাকচারাল বিশ্লেষণ:
একক-ইউনিট রেকর্ডিং কৌশলের মাধ্যমে গবেষকরা একটি একক
কোষের কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য মস্তিষ্কে একটি ক্ষুদ্র
ইলেক্ট্রোড বসায়। যদি ৯০ শতাংশ কোষ অব্যবহৃত থাকত, তাহলে
এই কৌশলটি তা প্রকাশ করে দিত।

৬।সিনাপটিক ছাঁটাই :
যেসব মস্তিষ্কের কোষ ব্যবহার করা হয় না তাদের অধপতনের
প্রবণতা থাকে। তাই ৯০ শতাংশ মস্তিষ্ক নিষ্ক্রিয় থাকলে, স্বাভাবিক
প্রাপ্তবয়স্ক মস্তিষ্কের ময়নাতদন্ত বড় আকারের অবক্ষয় প্রকাশ
করবে।

অধিকাংশ মানুষই বেরির এই তত্ত্ব মেনে নিয়েছে।

লেখকঃ Fariha Karim | Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 829 বার দেখা হয়েছে
+17 টি ভোট
2 টি উত্তর 1,937 বার দেখা হয়েছে

10,809 টি প্রশ্ন

18,512 টি উত্তর

4,744 টি মন্তব্য

526,994 জন সদস্য

83 জন অনলাইনে রয়েছে
16 জন সদস্য এবং 67 জন গেস্ট অনলাইনে
  1. আব্দুল্লাহ আল মাসুদ

    1280 পয়েন্ট

  2. Dibbo_Nath

    370 পয়েন্ট

  3. Fatema Tasnim

    340 পয়েন্ট

  4. _Polas

    160 পয়েন্ট

  5. Arnab1804

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক শরীর রক্ত #ask আলো মোবাইল ক্ষতি চুল কী #science চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি মাথা স্বাস্থ্য প্রাণী গণিত মহাকাশ বৈজ্ঞানিক পার্থক্য #biology এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম শীতকাল #জানতে ডিম চাঁদ কেন বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং শক্তি উপকারিতা সাপ লাল আগুন মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মাছ মশা শব্দ ঠাণ্ডা ব্যাথা মস্তিষ্ক ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন উদ্ভিদ কালো পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাংলাদেশ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি কান্না দাঁত বিড়াল আম
...