পানের পাতায় বিভিন্ন জৈব খনিজ ও এসিডিক উপাদান থাকে। পান চিবালে এই উপাদানসূহের রস তৈরি হয় যা মুখে কিছুটা কটু স্বাদের সৃষ্টি করে। চুন হল ক্ষারীয় উপাদান। চুন পানের এসিডিক উপাদানের সাথে বিক্রিয়া করে ক্ষারীয় পরিবেশ করে পানের স্বাদ বাড়িয়ে তোলে।
অপরদিকে চুন, পান, সুপারি ও মুখের লালায় উপস্থিত টায়ালিন এনজাইমের বিক্রিয়ায় লাল রঙের যৌগ নিঃসরণ করে যা ঠোঁট লাল করে। এই দুটি কারণে পানের সাথে চুন গ্রহণ করা হয়।