কার্ল উইলহেম শীলি নামের একজন জার্মান রসারনবিদ ১৭৭১ সালে অক্সিজেন আবিষ্কার করেন। যদিও ১৬০৪ সালে মাইকেল সেন্ডিভোগাস নামক একজন পোলিশ ডাক্তার অক্সিজেন মৌল কে পৃথক করতে সক্ষম হন, তবে তখনো এটাকে আনুষ্ঠানিক ভাবে মৌল স্বীকৃতি দেয়া সম্ভব হয়নি। একারনে শীলিকেই অক্সিজেনের আবিষ্কারক হিসাবে ধরা হয়