সোরিয়সিস একটি ক্রনিক অসুখ এবং খুব কমন। সারা পৃথিবীর প্রায় ৩% শিশু এই রোগের শিকার। রোগটি ছোঁয়াচে নয়, এ রোগে আক্রান্তদের প্রাণহানির সম্ভাবনাও নেই। তবে সোরিয়াসিস অবশ্যই বিরক্তিকর। এ রোগে ত্বক কালচে হয়ে যায় এবং তাতে প্রদাহ বা ইরিটেশন হয়। সোরিয়াসিস শরীরের যে-কোনও স্থানে হতে পারে। যেমন, হাত, পা, কনুই, হাঁটু, পিঠের নিচের দিক। আক্রান্ত অংশে ছোট ছোট আঁশের মতো উঠতে থাকে। কিছুটা হলেও এরা বংশগত অর্থাৎ জিনের সাহায্যে বিস্তার লাভ করে।