LASIC সার্জারির সমস্যাগুলো হলো-
➤চোখ শুকিয়ে যাওয়া।
➤সার্জারি সম্পন্নের কয়েক সপ্তাহ পর্যন্ত রাতের বেলা দেখতে সমস্যা হতে পারে।
➤যদি সার্জারির সময় লেজার অাপনার চোখ থেকে কম টিস্যু অপসারণ করে।তাহলে দেখতে অসুবিধা হতে পারে ফলে পরবর্তীতে টিস্যু অপসারণের জন্য অারেকবার LASIC সার্জারি করাতে হবে।
➤পুরু কর্নিয়া
➤বড় পিউপিল হবে।
➤অস্থির দৃষ্টি