(a+b)^2=a^2+2ab+b^2
এটি একটি সূত্র এটি কিভাবে হয়?যদি বিশ্লেষণ করতে যায় তাহলে শুরুতে আমাদের দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে কিছু জানতে হবে।
1.(a+b)^n কে বিস্তৃতি করলে কি পায় আমরা?
a^n+nC1 a^(n-1) b^1+nC2 a^(n-2) b^2 +nC3 a^(n-3) b^3+............+x^n পর্যন্ত চলতে থাকবে।
2.একই ভাবে যদি (a+b)^2 কে বিস্তৃতি করি তাহলে
a^2+2C1 a^(2-1) b^1 + 2C2 a^(2-2) b^2
=a^2+2ab+b^2 [2C1=2,2C2=1,a^0=1
এভাবেই সূত্রটি হয়।
NB: (n=পাওয়ারের বেশি বিস্তৃতি করা সম্ভব না।পাওয়ারের সম পরিমাণ বিস্তৃতি করতে হবে। কিন্তু N(পদ সংখ্যা) সব সময় পাওয়ার থেকে ১ বেশি হবে।সুতরাং N=n+1 হবে।)
লেখকঃএপিজে আতিকুর রহমান
পদার্থবিজ্ঞান বিভাগ অধ্যয়নত বিশ্ববিদ্যালয়
গবেষণা ক্ষেত্রঃলজিক,এলগরিদম,ক্যালকুলাস,নিউক্লিয়ার ও কোয়ান্টাম পদার্থবিজ্ঞান,পরমাণু পদার্থবিজ্ঞান।