বিশ্রাম করতে হবে৷
প্রতিবার পাতলা পায়খানার পর খাওয়ার স্যালাইন (সমপরিমাণ) খেতে হবে৷
প্রচুর পরিমাণ তরল খাবার (যেমন – ফুটানো ঠাণ্ডা পানি, শরবত, ডাবের পানি, ভাতের মাড় ইত্যাদি) খেতে হবে।
অতিরিক্ত পাতলা পায়খানা হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পরামর্শমতো ঔষধ খেতে হবে৷
শিশুদের ওজন অনুযায়ী চিকিৎসা দিতে হবে৷
বার বার ও আর এস (ORS)এর জল করে খেতে হবে।
ORS এর প্রবলেম থাকলে নুন চিনি জল করে খেলেও ভালো।
একদমই বেশি তেল মশলা জাতীয় খাবার যেন না খাওয়া হয়।
এই সময় কাচ কলা সেদ্ধ পেঁপে সেদ্ধ।
অনেক সময় দুধ খেলে বাড়ে, সেটি কমিয়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় শাকসবজি, সালাদ এগুলো খেলে সমস্যা হয়। এগুলো খাওয়া কমিয়ে দিতে হবে। উদ্বেগ, দুশ্চিন্তা ইত্যাদি হলেও এ সমস্যা হতে পারে। এগুলো কমাতে হবে।