আমাশয় এমন একটি অবস্থা যখন মলাশয়ের মধ্যে ব্যাথা বা জ্বালা হয়, যার জন্য আম বা শ্লেষ্মা এবং রক্তের সাথে ঘন ঘন এবং পাতলা মল বা পায়খানা হয়। আমাশয় দুই রকমের হয়: ব্যাকটেরিগত আমাশয় যা ব্যাকটেরিয়াম নামক মাইক্রোঅর্গানিজমের কারণে হয়ে থাকে, যেমন শিগেলা বা এইসেরিচিয়া কোলাই (ই.কোলাই) এবং অ্যামেবিক (জীবাণুঘটিত) আমাশয় যা এন্টামিবা হিস্টোলিটিকা (ই. হিস্টোলিটিকা) প্রটোজোয়ান নামক জীব থেকে হয়।