নিশ্চই নামটা দেখে মনে হচ্ছে এ আবার রোগ কি করে হয়, এ তো আশীর্বাদ। কিন্ত ব্যথার প্রতি এই অসংবেদনশীলতা ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যথার কোনো অনুভূতি না থাকার জন্য এরা নিজেরাই নিজেদের দেহকে আঘাত করতে থাকে। কখনো আগুনে জ্বালিয়ে দেয় তো কখনো গা হাত পা কেটে ফেলে। এমনকি শরীরের অভ্যন্তরীন কোনো ক্ষত সৃষ্টি হলেও এরা অনুভব করতে পারে না, ফলে চিকিৎসাও হয় না। সুইডেনের vittangi নামক গ্রামের প্রায় ৪০ জন গ্রামবাসী এই রোগে আক্রান্ত।