জীবনে এক বার না একবার হাত-পা ভাঙার অভিজ্ঞতা তো অনেকেরই আছে। আর এই অভিজ্ঞতা থেকে আমরা ভালোই জানি হাঁড় ভেঙে যাওয়াটা কতটা কষ্টের। তাহলে একবার ভাবুন তো যদি ক্রমাগত ভাবে এই ব্যথা আপনাকে পেতে হয় কেমন অসহনীয় হবে। এই রোগে আক্রান্ত ব্যক্তির হাঁড় এতটাই ঠুনকো হয় যে তারা নিজেদের জীবদ্দশায় প্রায় ১০০০ বার হাঁড় ভেঙে যাওয়ার মতো অভিজ্ঞতার সমুক্ষীন হয়। সবথেকে আশঙ্কাজনক হলো যে এই রোগটি আবার বংশানুক্রমে সঞ্চারিত হতে পারে। তবে এখন পর্যন্ত এই রোগ প্রায় ১৫০০০ মানুষের মধ্যে ১ জনের মধ্যে পাওয়া গিয়েছে।