ছোটবেলায় স্টোন ম্যানের গল্প নিশ্চই শুনেছিলেন? এই রোগটিকেও বলা হয় স্টোন ম্যান ডিসিস। অতি বিরল এই জিন ঘটিত রোগে মানব দেহের সমস্ত টেন্ডন এবং পেশী ধীরে ধীরে অস্থি বা হাঁড়ে রূপান্তরিত হয়ে যায়। আক্রান্ত ব্যক্তির চলা ফেরা করার ক্ষমতাও সম্পূর্ণ লোপ পেতে থাকে। প্রায় ১ লক্ষ মানুষের মধ্যে এই রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২জনের ও কম।