মাকড়সার উপকারিতা:
বর্তমানে মাকড়সা নানা রকমের দেখতে পাওয়া যায় ছোট ছোট দেশীয় মাকড়সা গুলো আমাদের ঘরের আশেপাশে আনাচে কানাচে এবং বনে জঙ্গলে ক্ষেতে-খামারে বাসা বাঁধতে দেখা যায় যার ফলে আমাদের আশেপাশে নানারকম বিষাক্ত কীট পতঙ্গ, মশা, মাছি, ঝুমক, বিষাক্ত ফড়িং উচুঙ্গা নানা ধরনের পোকা যেগুলো আমাদের হাজারো ক্ষতি করে চলেছে প্রতিনিয়ত এই সমস্ত কীটপতঙ্গ গুলো কে মাকড়সা খুব সহজেই দমন করে আমাদের অনেক সাহায্য করছে।
মশা দমনে: মশার অত্যাচারে আমরা প্রায় সকলেই অনেক সমস্যার মধ্যে পড়ে যায় আমরা অনেক সেভ থাকা চেষ্টা করেও সেভ থাকতে পারে না আমরা জানি একটা মশা কতটা ভয়ঙ্কর মূলত নানা রকম ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংস্পর্শে আসে এরকম মশা যদি আমাদের কামড় দেয় তাহলে দ্রুত শরীর থেকে আমাদের শরীরে ওই ব্যাকটেরিয়া ভাইরাস জীবাণু টি আক্রমণ করতে থাকে এবং আমরা সংক্রমিত হয়ে যায় এবং অনেক প্রবলেমের মধ্যে পড়ে যায়। যদি আমাদের বাড়ির আশেপাশে মাকড়সার জাল বিছিয়ে থাকে তাহলে আমাদের বাড়ি আশেপাশে সহজে মশা দেখা যায় না কারণ মশা মাকড়সার জাল কে অত্যন্ত ভয় পায় মাকড়সার জালে যদি একটা মশা আটকে যায় তাহলে হাজার হাজার মশা সে এলাকা ছেড়ে পালায় এভাবে মাকড়সা আমাদের খুব সহজেই মশার হাত থেকে রক্ষা করে।