সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রে উপস্থিত রয়েছে এবং সমস্ত গ্রহের অভিভাবক হিসাবে কাজ করে। সৌরজগতের সমস্ত বস্তু – গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা ইত্যাদি বিভিন্ন দূরত্বে ঘুরে বেড়ায়। এর নিকটতম বুধ গ্রহটি সূর্য থেকে কমপক্ষে 4.7 কোটি কিমি দূরে অবস্থিত। যেখানে ‘Oort Cloud’ নামে সৌরজগতের শেষ অঞ্চলটি সূর্য থেকে প্রায় 15 লক্ষ কোটি কিলোমিটার দূরে অবস্থিত