করোনাকালীন পরিস্থিতিতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপক ব্যাবহার লক্ষ্য করা যায়। এটি মূলত ব্যাবহার করা হয় হাতকে জীবাণুমুক্ত করার জন্য।
অস্ট্রিয়ার ভিয়েনা শহরে কর্মরত ইগনাজ স্যামেলওয়াইজ নামক হাঙ্গেরীয় এক চিকিৎসক হাসপাতালে মাতৃমৃত্যুর কারন অনুসন্ধান করতে গিয়ে হাত ধোয়ার গুরুত্বের বিষয়টি সামনে আনেন। ১৮৪৭ সালে তিনি ক্লোরিনেটেড লাইম দ্রবণকে স্যানিটাইজার হিসেবে পরিচয় করিয়ে দেন।তার কাজের ভিত্তিতে অধিকতর গবেষণা করে ১৮৬১ সালে লুই পাস্তুর প্রকাশ করেন "জীবাণুতত্ত"(Germ Theory)।
এর ধারাবাহিকতায় ১৯৮০-এর দশকের শুরুর দিকে যুক্তরাষ্ট্র হাত ধোয়ার একটি জাতীয় নির্দেশনা প্রকাশ করে বিষটি বাধ্যতামূলক করে।১৯৯৫ সালের দিকে যুক্তরাষ্ট্র এর Healthcare Infection Control Practies Advisory Committee (HICPAC) যেকোনো রোগীর কাছে যাওয়ার আগে অ্যান্টিমাইক্রোবিয়াল সাবান বা পানিবিহীন অ্যান্টিস্যাপ্টিক ব্যাবহারের নির্দেশনা দেন।২০০২ সালে সামান্য অ্যালকোহলসমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজারকে হাত জীবাণুমুক্ত করার কার্যকরী উপাদান হিসেবে স্বীকৃতি দেয় (HICPAC)