অনেক খুজে যে টুকু জানতে পারলাম যে হ্যান্ড রাব আর হ্যান্ড সানিটাইজার একই জিনিস। দুটিরই কাজ মূলত জল ছাড়া হাত পরিস্কার করা।
হ্যান্ড সানিটাইজার বা হ্যান্ড রাব তৈরিতে অন্তত ৬০% এলকোহল ব্যাবহার করা প্রয়োজন। আর করোনা ভাইরাস, ফ্লু ভাইরাস, ও অন্যান্য ব্যাক্টেরিয়া মারতে সক্ষম হ্যান্ড রাব বা সানিটাইজারে ৯০% এলকোহল থাকা প্রয়োজন। আইসোপ্রপাইল এলকোহল ৯৯.৯% ব্যাক্টেরিয়া মারতে পারে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই।
হ্যান্ড সানিটাইজার বা হ্যান্ড রাব তৈরির উপকরন:
- আইসোপ্রপাইল এলকোহল ৯৯.৮%
- হাইড্রোজেন পারক্সাইড ৩%
- গ্লিসারল ৯৮%
এলকোহল নেই এমন কোনো রাব বা সানিটাইজার ব্যাবহার করা মূল্যহীন তাতে কোন কাজই হবে না।
নীচের ছবিটি উইকিপিডিয়া থেকে পাওয়া এর থেকে আপনার উত্তর পরিষ্কার হয়ে যাওয়ার কথা
আমরা যে সাবান বা লিক্যুইড হ্যান্ড ওয়াশ ব্যাবহার করে জলের সাহায্যে হাত ধুই তা হাতের ভাইরাস ব্যাক্টেরিয়া ধুয়ে ফেলে। কিন্তু হ্যান্ড রাব বা হ্যান্ড সানিটাইজার এ হাতে থাকা ভাইরাস ব্যাক্টেরিয়া গুলিকে মেরে ফেলে।
ধন্যবাদ।