বাংলাদেশে প্রায় 13 বা 14 বছর আগে থেকেই ট্যাটুর প্রচলন শুরু হয়। তবে পেশাগতভাবে ট্যাটু আঁকা শুরু হয়েছে ২০০৮ সাল থেকে। ট্যাটু শিল্পীরা ব্যক্তিগতভাবে কিংবা পার্লারে এই ট্যাটু আঁকার কাজ করেন।
ট্যাটু ধারণা করা হয় প্রায় 5 হাজার 200 বছর আগে থেকেই প্রচলিত।মিশরীয়দের মাঝে এর প্রচলন খুব বেশি ছিল দেখা গেছে।তখন এবং আজও এটি ফ্যাশন হিসেবেই চলছে।বাংলাদেশেও ফ্যাশন হিসেবে এসেছে এই ট্যাটু।