মেরুদণ্ডী প্রাণীদের কর্ডেট বলা হয় কর্ডাটা পর্বের প্রানী। আর এদের পৃষ্ঠমধ্যরেখা বরাবর নটোকর্ড/মেরুদণ্ড থাকে।
অন্য প্রানীর হাড় কাঁটার মত নয় তাই। মাছের হাড় আর স্তন্যপায়ীর হাড়ের গঠন এক নয়। স্তন্যপায়ীর হাড়ে 'বোন ম্যারো' থাকে। মাছের কাঁটায় থাকে না।
অন্যদিকে মাছের কঙ্কালতন্ত্রের বেশিরভাগ অংশই সাইজে ছোট আর ধারালো। ঠিক কাঁটার মতন। তাই মাছের কঙ্কালতন্ত্রকে কাঁটা বলা হয়।