যখন কাচের গ্লাসে গরম পানি ঢালা হয় তখন কাচের অসম প্রসারণের কারনে গ্লাস ফেটে যায়।
কাচের গ্লাসে গরম পানি ঢালা হলে উত্তাপের কারনে পানি সংলগ্ন কাচ প্রসারিত হয়।কিন্তু কাচ তাপ অপরিবাহী হওয়ায় এই তাপ গ্লাসের বাইরের অংশে সঞ্চালিত হয় না।তাই কাচের বাইরের অংশ প্রসারিত হয় না।কাচের দুই স্তরে দুই ধরনের প্রসারণের ফলে এর অভ্যন্তরে প্রচণ্ড বলের সৃষ্টি হয়, যার কারনে গ্লাসটি ফেটে যায়।