ফেসবুক হ্যাক করা সম্ভব না আবার অসম্ভব ও না।
বেশি না পেচিয়ে সিম্পল ভাবে বলি।সরাসরি কোডিং করে প্রফেশনাল হ্যাকার স্টাইলে ফেসবুক হ্যাক করতে চাইলে আপনাকে প্রোগ্রামিং জানতে হবে ভালো করে। ফেসবুক শুরু হয় ২০০৪ সালে। ফেসবুক তাদের সিকিউরিটি এক্সপার্ট হিসেবে নিয়োগ দেয় হাভার্ড এম আই টি সহ বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের সেরা সেরা স্টুডেন্ট দের। যারা সবাই প্রায় লিজেন্ড পর্যায়ের। তো এসব মানুষেরা প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছে ফেসবুকের সিকিউরিটি সিস্টেমের বাগ গুলো। তো ফেসবুক হ্যাক করতে হলে আপনাকে সিম্পল একটা কাজ করতে হবে। ফেসবুকের বাগ খুজে বের করতে হবে। আর বাগ বের করতে হলে আপনাকে অবশ্যই ওইসব হাভার্ড এম আই টি স্টুডেন্ট দের থেকে ভালো প্রোগ্রামার হতে হবে।খুব সিম্পল রাস্তা।
আর যদি এমন হ্যাকার স্টাইলে হ্যাক না করতে চান তাহলে অনেক উপায় আছে। ২০১৭-১৮ সালের দিকে এটা সহজ ছিলো। ধরুন আপনার ফেসবুকে দেওয়া জন্মসাল/দিন ফেসবুকে শো করা কিংবা অন্য কেউ জেনে গেছে। তো আপনার আইডির নাম আর বার্থডে হুবাহুব ব্যবহার করে ফটোশপের মাধ্যমে একটা ফেইক আইডি কার্ড মেক করবে। তারপর কিছু প্রক্রিয়ার মাধ্যমে ফেসবুকে সাবমিট দিলেই টার্গেট আইডির কন্ট্রোল হ্যাকার কে দিয়ে দিতো ফেসবুক। কিন্ত ২১ সালে ফেসবুকে এসব হয় না। এই টাইপের যত কাজ ছিলো স্প্যামিং করা, ক্লোন করা সব কিছুর উপর অনেক নজরদারি করছে ফেসবুক চাইলেই এসব করা যায় না। এছাড়া আরো উপায় আছে। যার আইডি হ্যাক করবেন তার ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নিবেন৷ এই কাজটা সোজা আছে। ম্যালওয়্যার, ভাইরাস পাঠিয়ে কন্ট্রোল নিতে পারেন। বা কী লগার দিয়ে। উপায়ের অভাব নেই। এজন্য আপনাকে একটু চালাক হতে হবে। আলটিমেটলি ফেসবুক হ্যাক অসম্ভব কিছুও না।
তবে, এরকম কিছু করলে নিজ দায়িত্বে করবেন!
|সংগৃহীত ও পরিমার্জিত|