অবশ্যই সম্ভব,, প্রযুক্তির ফাঁকফোকরের অভাব নেই। তবে আমার কিছু পরামর্শ থাকবে সেগুলো মানলে আপনি ৯৯% হ্যাক হওয়া থেকে বাঁচতে পারবেন।
আপনার মোবাইলে প্লেস্টোরে নেই এমন কোনো অ্যাপ ইনস্টল দিবেন না। প্লেস্টোর ম্যালওয়্যার জাতীয় কোনো অ্যাপ সমর্থন করেনা। আর আপনি সাধারণ ব্যাবহারকারী হলে প্রয়োজনীয়নীয় সব অ্যাপ প্লেস্টোরেই পাবেন।
আপনি আপনার ফোনে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টলেশনে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। ধরুন আপনার বন্ধু আপনার ফোনটি দেখতে চাইল আপনি অবশ্যই তাকে ফোনটি দিবেন। এখন সে যদি একটি ম্যালওয়্যার জাতীয় অ্যাপ ইনস্টল দিয়ে দেয় তাহলে তো কেল্লা ফতে। আর পাসওয়ার্ড সিস্টেম দেওয়া থাকলে সে আর পারবে না।
অপরিচিত কারো দেয়া লিংকে যাচাই না করে প্রবেশ করবেন না।
- আহসান সৌরভ