সাপোজিটর বা সাপোজিটরি হল এক ধরনের ঔষধ বিতরন ব্যবস্থা যার মাধ্যমে কঠিন, তরল বা বায়ুবীয় ঔষধ উপাদান বিতরন করা হয় পায়ুপথে প্রয়োগ করার জন্য। সাধারণত মুখে ওষুধ খাওয়ানো সবচেয়ে সহজ ও নিরাপদ, কিন্তু যদি কোনোভাবেই মুখে খাওয়ানো সম্ভব না হয়, যেমন রোগী অচেতন কিংবা শিশুদের ক্ষেত্রে গলায় আটকে যাবার ভয় থাকলে কিংবা রোগী ক্রমাগত বমি করছে, কেবল তখনই পায়ুপথে সাপোজিটর প্রয়োগ করা যাবে, অন্যথায় নয়।
সাপোজিটরি নিলে কোনো সমস্যা নেই। ৫০০ মিলিগ্রামের নিতে পারে। রেকটাম দিয়ে শোষণ বেশি হয়। তাই ভালোই, খারাপ নয়। তবে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ না নেওয়াই ভালো। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে হবে।
(সোর্স: Wikipedia and google news feed)