বাংলাদেশের স্বাদুপানির ইলিশের বৈজ্ঞানিক নাম Hilsa ilisha-ই Tenualosa ilisha নয়। Tenualosa ilisha হচ্ছে শ্রীলংকার ইলিশের নাম। হোয়াইটহেইড তার গ্রন্থের পুনঃসংস্করণে আমাদের বাংলাদেশের ইলিশকে ভুল করে Hilsa ilisha-র পরিবর্তে Tenualosa ilisha করেছেন। শফি ও কুদ্দুস ব্যতীত ভারতীয় উপমহাদেশের কোন মৎস্য বিশেষজ্ঞই এই মাছটির নাম Tenualosa গ্রহণ করেননি। আতাউর রহমান খানের বইয়ের নতুন সংস্করণে Hilsa-র পরিবর্তে Tenualosa করা হয়েছে তাও নিতান্তই ভুল। অতএব উপসংহারে বলবো আমাদের জাতীয় মাছ রূপালী ইলিশের নাম Hilsa ilisha-ই, Tenualosa ilisha নয়। Tenualosa ilisha হচ্ছে শ্রীলংকার ইলিশের নাম এবং এটি একটি ভিন্ন প্রজাতির ইলিশ।
~~source: https://bn.bdfish.org/2013/12/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b-%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6/