Rakibul Alam কারন ২য় আসক্তির ক্ষেত্রে e- e- বিকর্ষণ হয়। ফলে বাইরে থেকে একটা e- কে O- anion এর সাথে যুক্ত করতে চাইলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে। আর এ শক্তি তাপ শক্তি। তাই দ্বিতীয় e- আসক্তি ধনাত্মক হয়। এখানে ধনাত্নক মানে বাইরে থেকে শক্তি দেওয়া কে বুঝাচ্ছে।