বিশ্বব্যাপি প্রযুক্তির উন্নয়নের সাথে সহজে যোগাযোগ ব্যবস্থা হিসেবে তারবিহীন প্রযুক্তিকে বুঝি।তারবিহীন প্রযুক্তিতেত প্রধান কাজ হচ্ছে তরঙ্গ নিয়ে।বর্তমানে বৈদ্যুতিক ট্রান্সমিটার ব্যবহার করে তড়িত চৌম্বক তরঙ্গ পাঠানো হয়।আর এই তড়িত চৌম্বক তরঙ্গের একটি তরঙ্গ ইনফারেট রশ্মি।নেওয়ার্ক সিস্টেমে প্রধানত ইনফারেট রশ্মি ব্যবহার করা হয়।যা পানিকে ভেদ করতে সক্ষম তাই পানির নিচেও নেটওয়ার্ক পায়। তরঙ্গের কম্পাংক মডুলেশন করা হয় বার বার যা নিদিষ্ট দূরবর্তী স্থান পর্যন্ত কম্পাংক যাতে না কমে যায় তাই নিদিষ্ট দূরত্ব পর্যন্ত সঠিক ভাবে নেটওয়ার্ক পাবে।ইনফারেট রশ্মির নিদিষ্ট মানের তরঙ্গের কম্পাংক যদি পানিকে ভেদ করতে পারে তাহলে পানির ভিতরেও নেটওয়ার্ক পাওয়া সম্ভব(অবশ্যই নিদিষ্ট দূরে হতে হবে যে জায়গা পর্যন্ত তরঙ্গের কম্পাংক গমন করতে সক্ষম)।