ফোবিয়া বা অস্বাভাবিক ভীতিকে বর্ণনা করা হয় একটি স্থায়ী/দীর্ঘস্থায়ী ভয় হিসেবে যা কোনো বস্তু অথবা স্থান হতে পারে। যার ফলে ভুক্তভোগী বহুক্ষণ ধরে বাস্তবে রূপ নেবে ধারণা করে এর থেকে দূরে থাকে বা মানসিক চাপে থাকে এবং চিন্তার কথা কোনো কোনো সময় তা মারাত্মকও হয়। ভয় মনের অবচেতন স্তরের একটি বিশেষ মানসিক অবস্থা, যার নির্দিষ্টতা আছে কিন্তু ভয় যখন নির্দিষ্টতা অতিক্রম করে, একে ভয়রোগ/ ভীতিরোগ/ ফোবিয়া বলে
পানির প্রতি ভয় হচ্ছে অ্যাকোফোবিয়া নামে পরিচিত। এটি সাধারণত জ্বিনগত কিংবা পূর্ববর্তি কোনো খারাপ অভিজ্ঞতা থেকে উৎপন্ন হতে পারে। যে ব্যক্তি সাতার জানেনা তার পানিতে নামতে ভয় পাওয়াটা স্বাভাবিক। কিংবা যে কখনো গভীর পানিতে নামতে অভ্যস্ত নয় সে পানিকে ভয় পাবে। অথবা পূর্বের কোনো খারাপ অভিজ্ঞতা যেমন পানিতে ডুবে যাওয়া,কিংবা এর চেয়েও খারাপ কোনো অভিজ্ঞতা থেকে এই ভয় তৈরি হতে পারে। আবার কুকুরের কামড়ের ফলে হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক হয়। যা কিছুটা অ্যাকোফোবিয়ার মতোই তবে অ্যাকোফোবিয়া নয়।
হাইড্রোফোবিয়া হয় কুকুরের কামড়ের ফলে,আক্রান্ত রোগী পানির প্রতি তিব্র আতঙ্ক অনূভব করে,পানি খেতে পারেনা। প্রবল ভয় কাজ করে।