নবজাতক শিশু যখন মায়ের পেটে থাকে তখন তার শরীরে অক্সিজেন এর মাত্রা বেশী থাকে।ফলে অক্সিজেন বহনকারী রক্তকণিকাও বেশী তৈরী হয়। কারণ আমাদের শরীরে অক্সিজেন প্রবাহিত হয় RBC অর্থাৎ লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিনের মাধ্যমে। সুতরাং অক্সিজেনের মাত্রা যত বেশী হবে লোহিত রক্ত কণিকা অর্থাৎ RBC ও তত বেশী থাকবে। নবজাতক শিশুর দেহে তাই লোহিত রক্ত কণিকা তুলনামূলকভাবে বেশী থাকে। জন্মের কয়েক সপ্তাহের ভিতর ধীরে ধীরে এই মাত্রা কমতে থাকে।