গড় রক্ত পরীক্ষায় শরীর থেকে নিডল দিয়ে ৩ থেকে ১০ মিলিলিটার (১ থেকে ৩ চা চামচ) রক্ত সংগ্রহ করা হয়। এ পরিমাণটা বেশি নয়, কিন্তু এ অল্প রক্ত থেকে চিকিৎসকেরা অনেক কিছু জানতে পারেন। একটি কমপ্লিট ব্লাড কাউন্টে (সিবিসি) লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা পরিমাপ করা হয়। এটি একজন মানুষের সার্বিক স্বাস্থ্য মূল্যায়ন করতে সাহায্য করে ও বিভিন্ন স্বাস্থ্য সমস্যা শনাক্ত করতে পারে, যেমন- অ্যানিমিয়া বা রক্তশূন্যতা ও লিউকেমিয়া বা অস্থিমজ্জার ক্যানসার। চিকিৎসক ভাইরাস, হরমোন ও অন্যান্য পদার্থ নির্ণয় করতেও রক্ত পরীক্ষার অর্ডার করতে পারেন।