যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলি বড় হাতের (UPPERCASE) এবং ছোট হাতের (lowercase) অক্ষর -এর মধ্যে পার্থক্য করতে পারে সেগুলিকে কেস সেনসিটিভ ভাষা(Case Sensitive Language) বলে।
কেস সেনসিটিভ ভাষা ব্যবহারের সুবিধা হ'ল :
১. প্রোগ্রাম পরিচ্ছন্ন থাকে।
২. একই নামে অনেক ভ্যারিয়েবল ব্যবহার করা যায়।কী-ওয়ার্ড ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়।
অপরদিকে কেস সেনসিটিভ ভাষা ব্যবহারের কিছু অসুবিধা ও রয়েছে যেমন —
১. একই নামে ভ্যারিয়েবল ব্যবহার করলে, কোথায় ঠিক কোন ভ্যারিয়েবল ব্যবহার করা হয়েছে তা মনে রাখতে অসুবিধা হয়।
২. কোডিং এর সময় লজিক এর বাস্তবায়ন এর আগে কোড লেখার দিকে বেশি মনোযোগ দিতে হবে।
-সংগৃহীত