কোনো জায়গায় কেটে গেলে সাথে সাথে ওই স্থানে অনুচক্রিকা চলে আসে। প্রাথমিক ভাবে একটা barrier তৈরি করে। বাতাসের সংস্পর্শে এলে এগুলো ফেটে যায়, এবং হেপারিন inactive হয়ে যায়।
এর মধ্যে ক্ষতস্থান থেকে blood cloting factor গুলো একটিভ হতে শুরু করে। তারপর blood clotting factors গুলোর প্রক্রিয়ায় ক্ষতস্থানে ফাইব্রিন জালিকা তৈরি হয়ে রক্ত জমাট বেঁধে যায়।