ওয়েবসাইটের বিভিন্ন ধরণের তথ্যাবলীর ভেতর ভার্চুয়াল সংযোগ স্থাপন করাকে হাইপারলিংক(Hyperlink) বলে। সাধারণত লিংক করা টেক্সট অন্ডারলাইন এবং নীল রঙের দেখায়। লিংক ওয়েবসাইটের একটা গুরুত্বপূর্ণ উপাদান কারণ আমরা যে কোন ওয়েবসাইটের হোমপেজ থেকে অন্যান্য বিভিন্ন সেকশন বা পেজে গমন করি আর তা সম্ভব হয় লিংক করার মাধ্যমে। লিংক করার জন্য এঙ্কর (< a > < /a >) ট্যাগ ব্যবহার করা হয়।
হাইপারলিংক এর সুবিধা :
লিংক করার মাধ্যমে একই ওয়েবসাইটের বিভিন্ন পেজ বা অন্য ওয়েবসাইটে খুব সহজে যওয়া যায়।
ব্রাউজারকারীর সময় বাঁচে।
লিংক সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করা যায়।
হাইপারলিংক এর প্রকারভেদ :
১. ইন্টারন্যাল হাইপারলিংক(Internal Hyperlink)
২. এক্সটারনাল হাইপারলিংক(External Hyperlink)